Skip to Content

Trip to Hotel Labannya for Lunch

Trip to Hotel Labannya at Singur for special Lunch.

27/03/2025 : Thursday

Trip NO.: - 22

আজ শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার স্কুল ছুটি। আজ বাড়িতে মা নেই। আজ আমাকে দুপুরে বাইরে lunch করতে হবে। আজ সকালে ঠিক করলাম এই "হোটেল লাবণ্য" তে lunch করতে যাব। 

প্রায় কয়েকমাস আগে আমাকে একজন বলেছিল যে এখানে থালি খুব ভালো, খাওয়ার জন্য ও recommend করেছিল। তারপর থেকে যাব যাব করে আর যাওয়া হয়ে ওঠে নি। 

এটার আগে নাম ছিল - "হোটেল নবান্ন", কিন্তু বর্তমানে এর নাম পরিবর্তন হয়ে হয়েছে "হোটেল লাবণ্য"। 

স্নান করে সাজুগুজু করে 🤣 দুপুর ১২ টায় বেরোলাম। এর location হচ্ছে সিঙ্গুর। বর্ধমান থেকে NH-19 ধরে কলকাতা অভিমুখে এগিয়ে চললাম। সিঙ্গুর পৌঁছানোর পর সিঙ্গুর ব্রিজ এর উপর দিয়ে রাস্তার opposite দিকে চলে এলাম একেবারে হোটেল লাবণ্য-এর সামনে। গাড়ি পার্কিংয়ের available space আছে। নির্দিষ্ট স্থানে স্কুটিটা পার্ক করে ভিতরে প্রবেশ করলাম। এখন ঘড়িতে সময় দুপুর ১:৩০। এই restaurant -এর location টা তোমাদের একটু দিয়ে রাখি। 

HOTEL LABANNYA

Address: - Durgapur Expy, beside over bridge, lI, Ratanpur, Singur, West Bengal 712409.

Time: - 7AM to 11:30PM everyday

An address must be specified for a map to be embedded
Tea at Hotel Labannya

Starter: - প্রথমে গিয়ে restaurant-এর বাইরে চা-এর counter থেকে নিলাম special চা। 35/-.

চায়ের quality বেশ ভালো but, price টা বেশি মনে হল। 

এবার Main course. আমি order করলাম Fish Thali আর ঠান্ডা minetral water. ১৫ মিনিটের মধ্যেই খাবার চলে এল। 

Fish Thali তে ছিল - 

  1. বাসমতি চালের ভাত 
  2. নুন ও লেবু 
  3. স্যালাড (শসা, গাজর, কাঁচালঙ্কা)
  4. ডাল 
  5. আলু - ফুলকপি ভাজা 
  6. আলু, কাঁচকলা, সজনে ডাঁটা দিয়ে সুক্ত 
  7. ধোকার ডালনা - ৪ টি ধোকা ছিল 
  8. বেশ বড়ো সাইজের কাতলা মাছের কালিয়া 
  9. চাটনি 
  10. দই 
  11. পাঁপড় 
  12. পায়েস 
Fish Thali at Hotel Labannya

থালিতে ভাত, ডাল, এবং সমস্ত সবজির তরকারি unlimited. এই Fish থালির price ৩০০ টাকা। খাবারের quality ও quantity অনুযায়ী এবং restaurant-এর ambience অনুযায়ী price টা একেবারে ঠিকঠাক। 

অনেক বেশি খাওয়া হয়ে গেল 🤣। থালিতে সবকটি items খুব ভালো লেগেছে তবে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে - আলু-ফুলকপি ভাজা, সুক্ত আর পায়েস। মাছের সাইজ টাও বেশ বড়ো ছিল। 


Dessert: - খাওয়া শেষ করে বাইরে এসে পানের counter থেকে একটা special মিঠাপান নিলাম। পান খাওয়ার পর দেখি বিকাল ৩টা বাজছে। এবার ফিরতে হবে। 


ওখান থেকে বাড়ি এলাম বিকাল ৪:৩০ -এ। ভালোই খাওয়াদাওয়া হল। খুব তাড়াতাড়ি ফিরছি আবার এক নতুন Travel Story নিয়ে। Keep visiting my website... 


Share the Story

If you like my story, share this post with your friends...


Trip to Hotel Labannya for Lunch
Classic Sarathi 27 March 2025
About Me

Professionally I am a school teacher, but travelling is my passion. Frequently I go out alone with my scooter and explore beautiful places. 

This blog website is made with stories about my travelling.

Read the stories, watch the photos, feel the places and motivate yourself.

Archive
⚠️ Say No to Piracy

Any reproduction or illegal distribution of my digital contents in any form will result in immediate action against the person concerned. Don’t use any of my contents without my own permission.

If you want to use my contents feel free to contact me here: - office@classicsarathi.in.

Trip to Purulia - Garh Panchakot and Baranti
Trip to Purulia - Garh Panchakot, Veti village for Palash flower and Baranti Dam.