Skip to Content

Shock effect while riding under high tension electricity wires

Mild shock sensation while passing under high tension electricity wires.
Information Post


গত ৮ই মে আমি চাকদহ রায় বাড়ি (জমিদারবাড়ি) তে একটা tour করেছিলাম। সেইদিন চাকদহ তে বনমালীপাড়া ঢোকার কিছু আগে গাড়ি চালিয়ে যখন যাচ্ছি হঠাৎ ব্রেকে হাত দিয়ে কেমন একটা shock লেগে গেল মনে হল, আমি ভাবলাম গাড়ির ভিতরে কোনো wire খুলে গিয়ে short-circuit হয়ে গেছে। আবার ফেরার সময়েও ঠিক ওই জায়গায় একই ঘটনা ঘটল, তখন আমি মাথার উপর তাকিয়ে দেখছি ঠিক ওই জায়গা দিয়ে high-tension electric wite গেছে। 

এই একই ঘটনা আবার ১৬ই মে অনুভব করলাম, ওই দিন জাফর খান গাজীর দরগা থেকে tour করে ফিরছি ঠিক এই একই feeling হল পাণ্ডুয়া পেরোনোর কিছুটা পর যখন ব্রেকে হাত পড়ল। সেদিনও দেখলাম উপর দিয়ে high-tension electric wire গেছে। 

এখন প্রশ্ন হল: - High-tension electric wire-এর নিচে দিয়ে পেরোলে এরকম shock feeling কেন হয় ?

High voltage electric wire

High-voltage Electric Wires একটা strong electric field তৈরী করে। এই electric field তার কাছাকাছি থাকা তড়িৎ-সুপরিবাহী বস্তুকে charged করে দেয়। এই প্রক্রিয়াকে বলে electrostatic induction

অর্থাৎ electrostatic induction হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি তড়িৎ-সুপরিবাহী বস্তু কোনো charged object -এর কাছাকাছি এলেই কোনো direct contact ছাড়াই সেই বস্তুটি charged হয়ে যায়। 

এবার যখন সেই তড়িৎ-সুপরিবাহী বস্তুটিকে স্পর্শ করা হয় তখন mild shock অনুভব হয়। 

এখানেও আমি যখন high-voltage electric wire -এর নীচে দিয়ে গাড়ি নিয়ে পেরোচ্ছিলাম তখন মাথার উপর high-voltage electric তার থেকে যে electric field তৈরী হয়েছিল তা electrostatic induction এর দ্বারা গাড়ির ব্রেক এবং অন্যান্য metal parts charged হয়ে গিয়েছিল এবং তা আমি যখন স্পর্শ করছিলাম আমি mild shock অনুভব করেছি। 



Shock effect while riding under high tension electricity wires
Classic Sarathi 28 June 2025
About Me

Professionally I am a school teacher, but travelling is my passion. Frequently I go out alone with my scooter and explore beautiful places. 

This blog website is made with stories about my travelling.

Read the stories, watch the photos, feel the places and motivate yourself.

Archive
⚠️ Say No to Piracy

Any reproduction or illegal distribution of my digital contents in any form will result in immediate action against the person concerned. Don’t use any of my contents without my own permission.

If you want to use my contents feel free to contact me here: - office@classicsarathi.in.

Tips for riders who travel via bike or scooter
Special tips for riders who travel via bike or scooter as per my opinion.