আমি গত October 2024 থেকে May 2025 পর্যন্ত মোট ২৯ টা tour করেছি আমার স্কুটার নিয়ে, যেগুলির গল্প এই ওয়েবসাইটে আছে তোমরা পড়ে নিও। আমার এই ২৯ টা trip-এর অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ tips এই Blog-এ তুলে ধরলাম, তোমরা যারা Bike বা Scooter নিয়ে tour করো বা করবে তোমাদের জন্য helpful হতে পারে।
- Tour করার আগে যে জায়গায় যাচ্ছো সেখানে কোথায় কোথায় ঘুরবে তা proper study করে নিও। যেখান থেকে journey start করবে সেখান থেকে destination পর্যন্ত রাস্তা Google map থেকে ভালো করে দেখে নিও। Google map-এর Street view দেখে রাস্তার condition বুঝে নাও।
- এরপর একটা ভালো করে tour plan করে নাও। Weather report দেখে একটা ভালো দিন ঠিক করো।
- Phone-এর Notepad-এ পুরো Tour plan লিখে রাখো। Tour plan এবং Direction map ভালো করে মুখস্ত করে নেবে কারণ কোনো কারণে ফোন কাজ না করলেও যেন tour successful হয়।
যে সমস্ত জিনিস অবশ্যই সাথে রাখবে সেগুলি হল -
- তোমার ID proof including DL
- গাড়ির RC এবং অন্যান্য কাগজপত্র
- Essential medicines and first-aid kits
- কিছু Dry foods
- Water bottles
- Raincoat, তোয়ালে এবং রুমাল
- একটা ছোট ব্যাগ
- গাড়ির প্রয়োজনীয় tools - screwdriver, wrench, leak-repairing kits, air-inflator etc.
- Power bank
- Camera - If you want.
যেকোনো tour করার আগে গাড়ির full checkup অবশ্যই জরুরী।
- ইঞ্জিন অয়েল change করার সময় হলে অবশ্যই tour-এর আগে change করে নিও।
- ব্রেক অবশ্যই check করে নেবে।
- Tyre condition অবশ্যই check করে নেবে।
- Head light, Fog-light (if your bike has), horn, indicators, tail lamp - এগুলি check করে নেবে।
- Air-filter অবশ্যই একবার clean করে নেবে।
- গাড়িতে কোনো unauthorised modification করবে না তবে mobile holder, extra luggage box -এগুলো থাকা ভালো।
- Bike-এর chain tight করে (if needed), একবার lubricate করে নিও।
- Tour করার আগে যদি মনে করো একবার washing and polishing করে নিতে পারো।
Bike/Scooter চালানোর সময় যে যে tips গুলি মাথায় রাখবে -
- Journey শুরু করার সময় trip meter 'zero' করে নেবে। এতে করে কতটা distance যাওয়ার পর তেল ভরতে হবে বা তুমি কতটা journey করলে সেটা বুঝতে পারবে।
- Tyre pressure - Company provided tyre pressure follow করবে। Tyre pressure কখনোই বেশি রাখবে না।
- Tour -এর শুরুতে গাড়িতে full tank তেল ভরে নেবে। তোমার যাত্রাপথে কোন কোন petrol pump পড়বে, google map-এ reviews দেখে আগে থেকে better petrol pump choose করে রাখবে। অনেক petrol pump-এ তেল ভালো quality-র থাকে না তাতে করে তোমার গাড়ির সমস্যা হতে পারে।
- গাড়ির speed 50-60 kmph -এর মধ্যে রাখবে। এতে করে milage ও ভালো পাবে আর গাড়িও নিজের control-এ থাকবে। তবে রাস্তায় speed instruction board দেখে গাড়ি চালাবে।
- রাস্তায় সমস্ত traffic rules properly follow করবে এবং রাস্তার ধারে সমস্ত instruction board properly follow করবে।
- তুমি সম্পূর্ণ অচেনা রাস্তায় যাচ্ছো সুতরাং অযথা overtake and overspeeding করবে না।
- সবসময় মাথা ঠান্ডা রেখে, অন্যমনস্ক না হয়ে গাড়ি চালাবে। ঘুম পেলে রাস্তার ধারে একবার দাঁড়াবে, প্রয়োজনে জল বা চকোলেট খেতে পারো।
- কারোর সাথে তর্কে জড়িয়ে মাথা গরম করবে না। কোনো কারণে মাথা গরম হয়ে গেলে একবার দাঁড়াবে, প্রয়োজনে একটু গান শুনবে, কেউ সাথে থাকলে একটু গল্প করবে, ফোনে প্রিয়জনের সাথে কথা বলবে, ফোনে একটু গেম খেলবে, তারপর মাথা ঠান্ডা হলে আবার গাড়ি চালানো শুরু করবে।
- গাড়ি park করার পর handle lock করে দেবে আর গাড়ির চাবি নিজের কাছে সযত্নে রাখবে।
কিছু অন্যান্য tips -
- Journey শুরুর আগে পর্যাপ্ত ঘুম খুব জরুরী। অনেকেরই excitement-এর জন্য আগের রাতে ভালো ঘুম হয় না, এটা কখনোই করবে না। Journey-র শুরুতে শরীরের fitness যেন 100% থাকে।
- গাড়ি চালাতে চালাতে কখনও অন্যমনস্ক হবে না। গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবে না। গাড়ি চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করবে না।
- Drink and Drive - আশা করি এটা কখনোই করবে না।
- মজা বা মস্তি এগুলো যেন মাত্রাতিরিক্ত না হয়।
- Bad weather-এ touer না করাই ভালো। Bad weather-এ বেশি বাইক বা স্কুটার চালানো ঠিক নয়।
- Best quality polarised sunglass for day time and night-vision glass for night time ব্যবহার করবে।
- Long Drive-এ পোশাক সর্বদা হবে most comfortable. Jeans, Belt এসব long drive-এ ব্যবহার করবে না। Good quality Full face helmet এবং সব রকমের riding gears ব্যবহার করবে (for both rider and pillion)।
- যেকোনো জায়গায় গিয়ে স্থানীয় মানুষজনের সাথে কথা বলবে তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে।
- যেকোনো জায়গায় গিয়ে কোনো সমস্যায় পড়লে panic করো না, স্থানীয় মানুষজনের কাছে সাহায্য চাইবে আর mobile, internet এগুলো তো আছেই।
- গাড়ির কিছু কাজ নিজে শিখে রাখবে, কারণ বাইরে সব জায়গায় হাতের কাছে ভালো mechanic নাও পেতে পারো। কাজ সামান্য জানা থাকলে যেকোনো সমস্যায় নিজেই সমাধান করে নিতে পারবে।
- টাকাপয়সা অবশ্যই সাথে রাখবে। Online payment use করলেও Cash-ও সাথে রাখবে। সব সময় সব জায়গায় ফোনে নেটওয়ার্ক নাও থাকতে পারে বা ফোনে কোনো সমস্যাও হতে পারে।
যাইহোক, বেশি কিছু ভেবো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। Enjoy your life.
Enjoy your trip but be always serious to make your trip 100% successful.
I always wish you a very happy journey!
আর যেকোনো সমস্যা বা প্রয়োজনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। I am always available for you at Mail: support@classicsarathi.in and Whatsapp: +91 81******03.