30/12/2024 : Monday
Trip No.: - 11আশা করি তোমরা আমার গত ১৮ই ডিসেম্বরের কালিকাপুর রাজবাড়ীর Travel story অবশ্যই পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই আমার "Story of Trip-9" পড়ে নাও।
সেই দিন যে কালিকাপুর রাজবাড়ীতে গিয়েছিলাম তার পাশেই আদুরিয়া ফরেস্ট ছিল। সেইদিন জঙ্গলে অল্প ঘুরেছিলাম এবং খুব সুন্দর লেগেছিল জঙ্গলটা। ওই story তে বলেছিলাম যে এই জঙ্গলে আবার একদিন আসবো। আজ হলো সেই দিন।
আজ ভোর ৫ টায় ঘর থেকে বেরিয়েছিলাম। বর্ধমান থেকে আগের দিনের মতোই নবাবহাট থেকে গুসকরা রোড ধরে গুসকরা স্টেশনের পাশ দিয়ে মোড়বাঁধ এলাম তারপর মোড়বাঁধ থেকে ছোড়া হয়ে আদুরিয়া জঙ্গলের রাস্তা ধরলাম।
শীতের সকালে ৬:৩০-এ আদুরিয়া জঙ্গলে পৌঁছে গেলাম। এখন সবেমাত্র সকালের সূর্য উঠছে। এই সময় জঙ্গলে ঘুরতে বেশ ভালো লাগছে। জঙ্গলটা খুব সুন্দর। আমার আর বিশেষ কিছু বলার নেই। জঙ্গলের এবং জঙ্গলের রাস্তার Helmet - Cam Video নিচে দিলাম, তোমরা দেখে নাও।
দু ঘন্টা আদুরিয়া জঙ্গলে কাটানোর পর সকাল ৯টায় আদুরিয়া জঙ্গল থেকে বেরিয়ে গেলাম আর যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা ধরেই চলে এলাম ওড়গ্রাম - হোটেল খোয়াই। এখানে breakfast করব।
fresh হয়ে এসে বসার পর order করলাম - কালোজিরে দিয়ে লুচি আর ভাঙা ছোলার ডাল। আর সাথে ডিমের ওমলেট। লুচি খাওয়া হয়ে গেলে কিছুক্ষন পর নিলাম চা। এখানে চা টাও খুবই সুন্দর।
খাওয়াদাওয়া হয়ে গেলে কিছুক্ষন বসার পর বাড়ি চলে এলাম। দুপুর ১২ টার দিকে বাড়ি চলে এলাম। আজ শুধুমাত্র শীতের সকালের জঙ্গলের অপরূপ প্রাকৃতিক শোভা উপভোগ করতে গিয়েছিলাম তাই এটা খুবই short trip হল। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার এক travel story নিয়ে ততক্ষন আমার বাকি গল্প গুলি না পড়ে থাকলে অবশ্যই পড়ে নাও।