Skip to Content

Trip to Sat Deule in Memari

Trip to Sat Deule near Memari in Purba Bardhaman.

22/02/2025 : Saturday

Trip No.: - 18

Trip no.: - 17 অর্থাৎ পুরুলিয়া trip-এ তোমরা সবাই দেখেছো বান্দা দেউল দেখতে গেছিলাম। আশা করি সেটা তোমরা সবাই পড়েছো আর ছবিও দেখেছো। যদি এখনো না পড়ে থাকো তাহলে অবশ্যই "Trip to Purulia Purulia toward Joychandi hill" পড়ে নাও। 

কিছুদিন আগে জানতে পারলাম ঠিক সেরকমই একটা জায়গা বর্ধমানের কাছেই আছে - মেমারী তে। যার নাম - সাত দেউল। জানতে পারার পরেই Google map ও অন্যান্য source থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং জায়গা টা সম্পর্কে একটু detail study করে নিলাম। 

আজ যাচ্ছি মেমারীর সেই সাত দেউল। 

আজ শনিবার, স্কুল থেকে তাই দুপুর ১ টায় বেরিয়ে বর্ধমান পৌঁছে প্রথমেই এলাম শক্তিগড়ে। শক্তিগড়ে "Biryani Kuthi" তে lunch করলাম। ½ plate Chicken biryani with Chicken Chaap. Biryani-র টেস্ট ভালোই ছিল, একটু light, চিকেন চাপ টাও ঠিকঠাক।  

এখন সময় বিকাল ৩ টা। খাওয়ার পর এবার google map দেখে চললাম সাত দেউলের পথে। শক্তিগড় থেকে G. T. road ধরে এগিয়ে চললাম, পালসিট টোল প্লাজা ক্রস করলাম, তারপর DVC Deule bridge ক্রস করার পর সার্ভিস রোড ধরলাম। তারপর Yaara Da Dhaba-র দিকে এগিয়ে চললাম। Yaara Da Dhaba-র সামান্য আগে বাঁ দিকে একটা রাস্তা ধরে চলে এলাম সাত দেউল। এখন ঘড়িতে সময় বিকাল ৩:৩০। 

Sat Deule, Memari

সাত দেউল উড়িষ্যার রেখ দেউল -এর স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে একটি টাওয়ারের মত সুউচ্চ ইঁটের তৈরী কাঠামো দেখতে পাওয়া যায় যার গর্ভগৃহ খালি। দেউলটি পঞ্চরথ শৈলী অনুসরণ করে করা হয়েছে। দেউলের বাইরের দেওয়ালে বিভিন্ন মূর্তি, ফুল ইত্যাদির অলঙ্করণ রয়েছে। দেউলের প্রবেশদ্বারটি দেখতে একটি উল্টানো "V" এর মতো। মন্দিরের গঠনশৈলী থেকে এই দেউলের সময়কাল আনুমানিক খ্রিস্টীয় দশম শতাব্দী বলে অনুমান করা হয়। 

দেউলের সামনের রয়েছে সবুজে মোড়া, গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর একটি বাগান। তার মধ্যে হাঁটার জন্য রাস্তা করা আছে। বিকাল বেলায় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনটা যেন প্রকৃতির ছোঁয়ায় প্রশান্ত হয়ে যাচ্ছিল। কিছুক্ষন হাঁটার পর ঘাসের লনের উপর বসলাম। 

ঘাসের লনে বসে দেউলের দিকে তাকিয়ে যখন ভাবছি ১০০০ বছর আগে এই দেউলের রূপ কেমন ছিল, তখন হঠাৎ হাতঘড়ির দিকে চোখ যেতে দেখি বিকাল ৪:৩০ বেজে গেছে। এবার বাড়ি ফিরতে হবে। দেউল এর বাগান থেকে বেরিয়ে একটানা বাড়ি চলে এলাম। 

এই সাত দেউল কে বলা যেতে পারে মেমারীর এক "hidden gem"। আজকের trip টা খুব ছোট ছিল। কিন্তু অনেক কিছু জানতে পারলাম। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটি special travel story নিয়ে। Keep visiting my website...


Share the Story

If you like my story, share this post with your friends...


Trip to Sat Deule in Memari
Classic Sarathi 22 February 2025
About Me

Professionally I am a school teacher, but travelling is my passion. Frequently I go out alone with my scooter and explore beautiful places. 

This blog website is made with stories about my travelling.

Read the stories, watch the photos, feel the places and motivate yourself.

Archive
⚠️ Say No to Piracy

Any reproduction or illegal distribution of my digital contents in any form will result in immediate action against the person concerned. Don’t use any of my contents without my own permission.

If you want to use my contents feel free to contact me here: - office@classicsarathi.in.

Trip to Purulia toward Joychandi Hill
One day Trip to Purulia from Bardhaman. Joychandi Hill and Banda Deul.